Site icon Jamuna Television

ডেমরায় স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

ডেমরায় স্টিল মিলে লোহা গলানোর সময় ৫ শ্রমিক দগ্ধ

ডেমরা শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। রাত সাড়ে ১১ টায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিটউটে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই একজনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৪ জনের মধ্যে দিদার হোসেনকে আজকে ছেড়ে দেয় হাসপাতল কর্তৃপক্ষ। আহত বাকি ৩ জনের মধ্যে জসিম ও ইয়ার হোসেনকে আইসিইউতে নেয়া হয়েছে। আল আমিন নামে আরেক শ্রমিককে জরুরি বিভাগে রাখা হয়েছএ, তবে তাকেও আইসিইউতে নেয়া হতে পারে। প্রত্যেকের শরীর ২০ থেকে ৪০ ভাগ পুড়ে গেছে।

Exit mobile version