Site icon Jamuna Television

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পলাতক

গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহত মুনশেফা আক্তার (৩০) রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী। সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী-স্ত্রী দু’জনেই ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করতো। কয়েকদিন যাবৎ তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য অযু করতে যায় মনশেফা। অযু করতে দেরি হওয়ায় বরাবরের মতো ঝগড়া বাঁধে। বিষয়টি রাতেই পারিবারিকভাবে মিমাংসা করা হয়। সকলেই নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে যায়। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে।

Exit mobile version