Site icon Jamuna Television

রিজেন্ট শাহেদের মামলার রায়ের তারিখ ঘোষণা

রিজেন্ট শাহেদের মামলার রায়ের তারিখ ঘোষণা

বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

করোনা পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। এসময় তার কাছে অস্ত্রও পাওয়া যায়। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এরআগে ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Exit mobile version