Site icon Jamuna Television

নিখোঁজ শরাফত আলীকে খুঁজছে পরিবার

শরাফত আলী

সতেরো দিন ধরে নিখোঁজ মো. শরাফত আলী নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে খুঁজছে তার পরিবার। শরাফত খাগড়াছড়ি জেলার মাটিরাংগা পৌরসভা এলাকার হাসপাতাল পাড়ার বাসিন্দা।

মো. শরাফত আলী গত ৩ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানায় তার পরিবার।

তার সন্ধান পেলে পরিবারের ‘০১৫৫৯-৭৮৫১৯৪’ অথবা ‘০১৮৬৭-৮২২৬৫৯’ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হলো।

Exit mobile version