Site icon Jamuna Television

নিরীহ ব্যক্তিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে গ্রেফতার ৩

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে নিরীহ ব্যক্তিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার বেলা ১২টার দিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো নগরীর অলকার মোড়ের শ্রী রতন সরকারের ছেলে শ্রী প্রতাপ সরকার, সাহেব বাজার মাষ্টারপাড়ার মামুনের ছেলে শহিদুল হাসান রনি ও বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মো. মাসুম।

নগর গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালিয়া পাড়া এলাকার গোলাম আজম হোসেন ওরফে বাবু’র বাড়ির ছাদ থেকে একটি বিদেশি সচল কাটা বন্দুক উদ্ধার করে। পুলিশ সেই অস্ত্র উদ্ধারের পর তদন্তে নেমে বুঝতে পারে পূর্ব শত্রুতাবশত বাড়ির মালিককে ফাঁসানোর জন্য তৃতীয় কোন পক্ষ ছাদের কার্নিস বেয়ে উঠে অস্ত্রটি রেখে গেছে।

পরে তদন্তে নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অস্ত্র রেখে যাওয়ার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

Exit mobile version