Site icon Jamuna Television

ইউএনওকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আদালতে রবিউলের জবানবন্দি

দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলার আসামি মালি রবিউল হত্যায় জড়িত থাকার স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তির জন্য নেয়া হয় রবিউলকে। হত্যার দায় স্বীকার করে রবিউল ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র ওসি ইমাম জাফর। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গ্রেফতারের পর ১২ তারিখে তাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। পরে ১৭ তারিখে স্বীকারোক্তির জন্য নেয়া হলেও তা দেয়নি রবিউল। পরে আবার তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে নেয়া হয়।

Exit mobile version