Site icon Jamuna Television

হুট করেই ইরানের ওপর অস্ত্রসহ সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাষ্ট্রের

হুট করেই ইরানের ওপর অস্ত্রসহ সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। শনিবার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুঁশিয়ার করেন যেসব দেশ সিদ্ধান্তটি মানবে না ভোগ করবে একই পরিণতি।

আগস্টের শেষ নাগাদই তিনি ঘোষণা দেন, আগামী ৩০ দিনের মধ্যে ইরানে ফেরৎ আনা হবে জাতিসংঘের আরোপকৃত সব নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের একতরফা আচরণের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন- মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা হওয়ার সময় এসেছে বিশ্বের। আরও জানান, ইরানের ওপর আন্তর্জাতিক কোন অস্ত্র নিষেধাজ্ঞা নেই। অস্ত্র কেনার ওপর যে বিধিনিষেধ ছিলো, সেটাও অক্টোবরে শেষ হবে।

নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে জারিফ বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩ দেশই যুক্তরাষ্ট্রের এ প্রচেষ্টার বিরুদ্ধে ভেটো দিয়েছে।

Exit mobile version