Site icon Jamuna Television

প্রদীপ ও তার স্ত্রীর প্রায় ৪ কোটি ৭ লাখ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ

দুদকের মামলায় পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপ এবং তার স্ত্রী চুমকি’র প্রায় ৪ কোটি ৭ লাখ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। দুদকের তদন্তে উঠে আসে ঘুষ দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জনের পর, স্ত্রীর নামে হস্তান্তর করেছেন প্রদীপ। এদিকে, এ মামলায় জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে, চট্টগ্রাম নগরীর ৬ তলা এই ভবনটির পাশাপাশি মুরাদপুরে ১২ শতাংশ জায়গা এবং কক্সবাজারে একটি ফ্ল্যাট দেখানো হয়েছে পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপের স্ত্রী চুমকির নামে।

এসব সম্পত্তির পাশাপাশি ওসি প্রদীপের বিরুদ্ধে একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রোববার দুদকের মামলায়, তদন্তকারী কর্মকর্তার আবেদনে এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

এর আগে, এই মামলায় জামিনের পাশাপাশি চিকিৎসা এবং প্রদীপের সাথে দেখা করার আবেদন করেছিলেন তার আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত। তবে চিকিৎসা ও দেখা করতে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে গত ২৩ আগষ্ট এই মামলা দায়ের করে দুদক।

Exit mobile version