Site icon Jamuna Television

বিজয়নগরে ট্রাক উল্টে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রাক উল্টে খোকন মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত খোকন উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মধু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে অতিরিক্ত বালু বোঝাই করা একটি ট্রাক উপজেলার চম্পকনগর থেকে আওলিয়া বাজার নিয়ে যাওয়ার পথে আড়িয়া উচাব্রিজ এ উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হেলপার খোকন ট্রাকের নীচে চাপা পড়ে মারা যায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version