Site icon Jamuna Television

সাতবার পালিয়ে সাতবারই ধরা খেয়েছেন এই কয়েদি

জেল থেকে সাতবার পালিয়ে সাতবারই ধরা পড়েছেন ৬০ বছর বয়সি ইতালিয়ান জিউসেপ্পে মাস্তিনি। তবে সপ্তমবার ধরা পড়লেন এক ভেড়ার খোয়াড়ে লুকাতে গিয়ে।

গত মঙ্গলবার সেখান থেকেও তাকে গ্রেফতার করে ইতালির পুলিশ। ৬০ বছর বয়সী জিউসেপ্পে মাস্তিনি ‘জনি দ্য জিপসি’ নামে পরিচিত। গত ৬ সেপ্টেম্বর তাকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই সুযোগে তিনি পালিয়ে যান।

পালানোর পরেও শেষ রক্ষা হলো না। পরে ইটালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় তাকে। পুলিশ সে এলাকার বহু বাড়িতে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত এক ভেড়ার খোয়াড়ে তাকে খুঁজে পায়। মাস্তিনি অবশ্য এরই মধ্যে তার চুলের রং সোনালি করে ফেলেন।

দেশটির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা এবং ৭০-এর দশকে পরিবারের সাথে তিনি রোমে চলে যান। সেখানে মাত্র এগারো বছর বয়সে প্রথম খুনটি করেন তিনি।

সে সময়কার ছবি নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনি খুন হন ১৯৭৫ সালে। সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি। ১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি। দুই বছর পালিয়ে থাকা অবস্থায় ছিনতাই, পুলিশ হত্যা ছাড়াও নানা ধরনের অপরাধ করেন। নানা অপরাধে সাতবার কারাগারে নেয়া হলেও এ পর্যন্ত সাতবার কারাগার থেকে পালিয়েছেন তিনি। একবারও অবশ্য পুলিশের চোখ এড়িয়ে বেশিদিন বাইরে থাকতে পারেননি।

Exit mobile version