Site icon Jamuna Television

নতুন জেমস বন্ড টম হার্ডি

নতুন জেমস বন্ড টম হার্ডি

বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং কর্তৃক সৃষ্ট উপন্যাসের কাল্পনিক চরিত্র জেমস বন্ড। আর ওই চরিত্রকে ঘিরে নির্মিত হয়েছে বিখ্যাত সব সিনেমা, যার সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’। নভেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে। খবর- জি ২৪ ঘণ্টা।

সিনেমাটিতে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। তবে এই সিনেমার পর জেমস বন্ড চরিত্রে আসছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। যার ফলে দ্বিতীয় কোনো আইরিশ নাম লেখাতে যাচ্ছেন জেমস বন্ড চরিত্রে।

গেল জুনে সফল অডিশনের পর জেমস বন্ড নির্বাচিত হয়েছেন টম হার্ডি। অডিশনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মারফি।

এরআগে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেগ।

Exit mobile version