Site icon Jamuna Television

কক্সবাজারে মাছ ধরার ট্রলার ডুবি, ৩ জন নিখোঁজ

কক্সবাজারের সোনাদিয়া উপকূলে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝি-মাল্লা উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। গতকাল সন্ধ্যায় ভাসমান অবস্থায় নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে, গতকাল সকালে এফবি মনোয়ারা নামে একটি মাছ ধরার ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এ সময় সাঁতার কেটে জেলেরা তীরে উঠার চেষ্টা করে। পরে টুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝি-মাল্লা উদ্ধার হলেও ৩ জন নিখোঁজ রয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ ৩ মাঝি-মাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছে। জেলেরা কক্সবাজারের কুতুবদিয়া পাড়া, মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

Exit mobile version