
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি
দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত শিথিল করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে, জিয়াউর রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। এজন্য খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দিত্ব নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান নজরুল ইসলাম খান।
অপর এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কাউন্সিল করবে বিএনপি।



Leave a reply