Site icon Jamuna Television

সন্তান ছেলে কি না, জানতে অন্তঃস্বত্ত্বা স্ত্রীর পেট চিরে ফেলে স্বামী

প্রতীকি ছবি

পরাপর পাঁচ মেয়ের পর আবার স্ত্রী অন্তঃস্বত্ত্বা হয়েছেন। সন্তান প্রসবের যত সময় কাছাকাছি আসছে স্বামী ততই সন্তানের লিঙ্গ জানার জন্য ধৈর্য হীন হয়ে পরে। শেষে পেটের সন্তান পুত্র কিনা তা জানতে অন্তঃস্বত্ত্বা স্ত্রীর পেট চিরে ফেলে স্বামী। এ ঘটনা ভারতের উত্তর প্রদেশের বরেলির। খবর হিন্দুস্থান টাইমস।

জানা যায়, পর পর পাঁচ মেয়ের জন্মের পরে স্ত্রী ফের গর্ভধারণ করলে ছেলের আশায় ধৈর্যহীন হয়ে উঠে বরেলির নেকপুর অঞ্চলের বাসিন্দা পান্নালাল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন যত এগিয়ে আসতে থাকে, ততই অধৈর্য হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত স্ত্রীর পেট চিরে হবু সন্তানের লিঙ্গ দেখার চেষ্টা করে স্বামী। এতে মারাত্মক আহত হন ওই স্ত্রী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বামী পান্নালালকে গ্রেফতার করা হয়।

Exit mobile version