Site icon Jamuna Television

উপজেলা আ’লীগ সভাপতিকে কুপিয়ে আহত করলো সাবেক ভাইস চেয়ারম্যান

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের জেরে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আবুজার রহমান রিক্সাযোগে কলেজপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় আলমগীর মোড় এলাকায় নাহিদুল ইসলাম নিক্সন অতর্কিত তার ওপর হামলা চালায়। এতে তার ডান হাতের কব্জি, বাম চোখ ও নাকে গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আবুজার রহমান নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ঘটনার পর রাতেই অভিযুক্ত নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেফতার করার কথা জানিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

Exit mobile version