Site icon Jamuna Television

মানবপাচার মামলায় নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

মানবপাচার মামলায় নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিচারক ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

লালবাগ থানার মানবপাচার আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ইভানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। ইভানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। গত ১২ সেপ্টেম্বর মানবপাচার মামলায় কোরিওগ্রাফার ইভানকে কারাগারে পাঠান আদালত। পরদিন তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেয়ার নামে নারীপাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে গ্রেফতার করা হয়।

Exit mobile version