Site icon Jamuna Television

নাটোরে আ’লীগ নেতা ডাঃ আয়নাল হক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
দীর্ঘ ১৮ বছর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে নাটোরের বড়াইগ্রামের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ডাঃ আয়নাল হক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও বাকিদের খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা পৌনে ১২ টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের মধ্যে মামলার বিচার কার্যক্রম চলা অবস্থায় ৪ জন মৃত্যুবরণ করেন।

আদালত ও মামলা সূত্রে জানান যায়, ২০০২ সালের ২৮ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে বিএনপি জামায়াত জোটের ক্যাডাররা প্রকাশ্যে পিটিয়ে ও ধারাল অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা ডাঃ আয়নাল হককে জখম করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পুত্রবধূ নাজমা রহমান বাদি হয়ে ১৭ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘ ১৮ বছর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ সোমবার আদালতের বিচারক অভিযুক্ত তোরাব আলী ও শামীম হোসেন নামে দুই জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং বাকিদের খালাস প্রদান করেন।

Exit mobile version