Site icon Jamuna Television

অক্টোবরে রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ

অক্টোবর মাসে দুটি পূর্ণিমা। একটি ১ অক্টোবর অপরটি ৩১ অক্টোবর। আর এই দ্বিতীয় পূর্ণিমায় দেখা যাবে ব্লু মুন বা নীল চাঁদ।

৩০ বছর পর পৃথিবীর সর্বত্র এই পূর্ণচন্দ্রের মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
তবে ব্লু মুন দেখা যায় প্রতি ১৯ বছর পরপর। গত ২০০১ সালে এই ঘটনা শেষ ঘটেছিল, আবার এই ঘটনা ঘটবে ২০৩৯ সালে।

বস্তুত, ব্লু মুন নাম হলেও চাঁদ কখনই নীল হয় না, বা হতে পারে না। বিশেষ ফিল্টার দেওয়া ক্যামেরা ব্যবহার করে চাঁদের এমন ছবি তোলা হয়। ইংরেজিতে একটি কথা আছে, ‘‌Once in a Blue Moon’‌, যা খুব সহজ দেখা যায় না বলতে বুঝানো হয়। সেই অর্থেই এই চাঁদের নাম ব্লু মুন বা নীল চাঁদ রাখা হয়েছে। কোন বছরের একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন।

Exit mobile version