Site icon Jamuna Television

নারিকেল গাছে উঠে ভাষণ দিলেন মন্ত্রী! (ভিডিও)

An image of a full moon night

দেশে নারকেলের ফলন কম। আর এই বিষয়টিই জনগণকে বুঝাতে নারিকেল গাছে উঠে ভাষণ দিলেন শ্রীলঙ্কার নারকেল মন্ত্রী অরুণডিকা ফার্নান্দো।

মন্ত্রী বলেন, দ্বীপরাষ্ট্রে এবার ৭০০ মিলিয়ন নারকেলের অভাব রয়েছে। এর জন্য মূলত দুটি কারণ তুলে ধরেছেন তিনি। প্রথমত, স্থানীয় শিল্পাঞ্চলে এর চাহিদা বিপুল। এবং দ্বিতীয়ত, স্থানীয়রা বাসিন্দারাও আগের তুলনায় বেশি নারকেল খাচ্ছেন।

ফার্নান্দো বলেন, “নারকেলের অভাব পূরণ করতে উদ্যোগী সরকার। আমরা ঠিক করেছি, আরও অনেক জমিকে নারকেল উৎপাদনের কাজে লাগাব।

এদিকে গাছে উঠে ভাষণ রাখা পর্যন্ত কোনও সমস্যা না হলেও গাছ থেকে নামতে গিয়ে হিমশিম খেতে হয় মন্ত্রীমশাইয়ের।

Exit mobile version