Site icon Jamuna Television

আগামী ১৬ অক্টোবর খুলছে সিনেমা হল

ছবি: ইন্টারনেট।

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে হল মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন, ‘আজকে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে সেটি যদি কমতে থাকে তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সিনেমা হল খুললেও তবে সেটি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। হলগুলোতে স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। করোনা পরিস্থিতি অবনতি হলে সিদ্ধান্ত ভিন্নতর হবে।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে যেহেতু করোনা পরিস্থিতি কিছুটটা স্বাভাবিক। বিনোদন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Exit mobile version