Site icon Jamuna Television

সীমান্তে মুখোমুখি অবস্থানের মধ্যেই ভারতের রাফায়েল উড়লো লাদাখে

যখন ভারত ও চীনের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখনই ভারতের আকাশে উড়লো রাফায়েল। পাঁচ দফা আলোচনার কথা থাকলেও তা হয়নি। এর মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল উড়াল দিলো লাদাখের আকাশে। খবর-টাইমস অব ইন্ডিয়ার।

ভারত-চীন সীমান্ত অসন্তোষের মধ্যে সদ্য ফ্রান্স থেকে কেনা এই বিমানবহরের লাদাখের আকাশে আনাগোনা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। রোববার প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ১০ সেপ্টেম্বর আমবালা বিমান ঘাঁটিতে রাখা যুদ্ধবিমানগুলো সাম্প্রতিক দিনগুলোতে পরীক্ষামূলক মহড়া হিসেবে লাদাখে উড়েছে।

গালওয়ান সংঘর্ষের পরই ভারত-চীন নিজেদের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া দিচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ এবং তেজস যুদ্ধবিমান নিয়মিত আকাশে উড়ছে। চিনুক এবং অ্যাপাচি হেলিকপ্টারও দেখা যাচ্ছে। কিন্তু নতুন কেনা রাফায়েল কেনো লাদাখের আকাশে তাই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকাল থেকে লাদাখের আকাশে উড়ছে রাফায়েল যুদ্ধবিমান। এর আগে রোববার সন্ধ্যার পড়ে আম্বালা এয়ারবেস থেকে লাদাখের উদ্দেশে রওনা দেয় রাফায়েল যুদ্ধবিমান। লাদাখে পরিস্থিতির ওপর নজর রাখতেই রাফায়েলকে কাজে লাগানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।

বলা হচ্ছে, ভারতীয় বিমান বাহিনী এসব যুদ্ধবিমানের মহড়া দিয়ে চীনা বাহিনীর ওপর নজর রাখছে।

ইউএইচ/

Exit mobile version