Site icon Jamuna Television

সারাদেশে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার রাতে সংগঠনটির ঢাবি সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। এসময় ডিবি কর্তৃক আটকের পরে নুরকে ছেড়ে দেয়ার নাটক করা হয়েছে বলে দাবি করেন বিন ইয়ামিন মোল্লা।

সন্ধ্যায় আন্দোলনের সময়ে আটক হওয়ার পরে নুরকে ছেড়ে দেয়া হয়েছে এমন বিভ্রান্তির সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে এ কথা জানান ইয়ামিন। তিনি জানান, নুর এখনো পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদ কর্মসূচি পালনকালে নুরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Exit mobile version