Site icon Jamuna Television

মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো নুরকে

ফাইল ছবি।

ধর্ষণ মামলার প্রতিবাদের সময়ে আটক ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার ৬ সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। তবে নুর ও তার এক সহযোগী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচি পালনকালে নুরসহ ৬ সহযোগীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের কয়েক ঘণ্টা পর নুরের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ডিবির হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরসহ ৭ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। তিনি বলেন, তারা রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে তারা পুলিশের উপর হামলা করলে নুরসহ ৭ জনকে হেফাজতে নেয় পুলিশ।

এর আগে, সন্ধ্যায় ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ। সংগঠনের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এসময় তারা দাবি করে, ষড়যন্ত্রমূলকভাবে ভিপি নুরের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা।

নুর বলেন, ছাত্রলীগের প্ররোচনায় এক ছাত্রী মিথ্যা ধর্ষণের মামলা করেছে। এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে থামানো যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। বলেন, যত মামলা হামলা হোক না কেন অধিকার আদায়ে রাজপথ ছাড়বো না।

Exit mobile version