Site icon Jamuna Television

দুরন্ত চহালে কোহালির ব্যাঙ্গালোর জিতলো ১০ রানে

দেবদত্ত পাড়িকল ও ডি ভিলিয়ার্সের জোড়া ফিফটিতে সানরাইজার্স হায়দ্রবাদকে ১০ রানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর.সি.বির করা ৫ উইকেটে ১৬৩ রানের জবাবে ১৫৩ তে অলআউট হয় হায়দ্রবাদ।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার দেবদত্ত পাড়িকল ও অ্যারন ফিঞ্চ। ৯০ রানের জুটি ভাঙ্গে ফিঞ্চ ২৯ রান করে সাজঘরে ফিরলে। তবে ঠিকই ফিফটি তুলে নেন পাড়িকল। তিন নম্বরে নেমে ভিরাট কোহলি ১৪ রান ফিরলে, আর.সি.বির ইনিংস বড় করেন ডি ভিলিয়ার্স। ৩০ বলে এই প্রোটিয়ার ঝড়ো ৫১ রানের ইনিংসে ৫ উইকেটে ১৬৩ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার বেয়াস্টো দাপট দেখালেও, মানিশ পান্ডে ছাড়া তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। এই ইংলিশ ৬১ রানের ইনিংস খেললেও লক্ষ্য থেকে ১০ রান দুরে থেমে যায় ওয়ার্নারের দল।

Exit mobile version