Site icon Jamuna Television

উলভার হ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে ম্যান সিটির জয়

জয় দিয়ে লিগ অভিযান শুরু করলো ম্যানেচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালি উলভার হ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকেই উলভসের বিপক্ষে আক্রমণাত্নক ছিলো সিটি। নিজের আদায় করা পেনাল্টি থেকে ২০ মিনিটে সিটিজেনদের লিড এনে দেন কেভিন ডি ব্রুইনা। ৩২ মিনিটে রাহিম স্টারলিংয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। দুর্দান্ত হেডে ৭৮ মিলিটে লড়াকু উলভসের হয়ে এক গোল শোধ দেন স্ট্রাইকার রাউল হিমিনেজ।

ড্র আদায় করতে শেষ পর্যন্ত লড়াই করছিলো স্বাগতিকরা। তবে ৯০ মিনিটের স্কোর শিটে নাম তুলে সিটির জয় নিশ্চত করেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস।

Exit mobile version