Site icon Jamuna Television

নওগাঁয় চুলকেটে ছাত্রীকে নির্যাতন

নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীর মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত রায়হান নামে এক যুবককে গ্রেফতার করলেও জড়িত অন্যাদের এখনও ধরতে পারেনি।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত রায়হান ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। প্রতিবাদ করায় সোমবার বিকেলে উপজেলার বালাতৈড় এলাকায় ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় রায়হানসহ কয়েকজন বখাটে। এরপর তারা ছাত্রীর মাথার চুল কেটে নেয়। এ ছাড়া শারিরীক নির্যাতন চালিয়ে মোবাইলে সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার পর শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

এদিকে থানায় মামলা করার পর রায়হানকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে রায়হান নির্যাতনের কথা শিকার করেছে। অন্য আসামীদের গ্রেফতার করতে তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version