Site icon Jamuna Television

আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগামী দুদিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের গতকাল সোমবার রাতের পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি সৃষ্টি হয়েছে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে।

লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই কারণে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়েছে, যা উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Exit mobile version