Site icon Jamuna Television

চাচাকে হত্যা মামলায় ভাতিজার যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকায় মিঠুন হোসেন হত্যা মামলায় তার ভাতিজা শিমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামি সাথী বেগম ও সবুজ হোসেনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আসামি শিমুল হোসেন ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত মওলা মন্ডলের ছেলে। ১০ বছর কারাদণ্ড প্রাপ্তরা হলেন একই এলাকার শিমুল হোসেনের স্ত্রী সাথী খাতুন ও খয়বার আলী প্রামাণিকের ছেলে সবুজ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে কুষ্টিয়া সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকায় মিঠুন হোসেনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের স্ত্রী রীনা বেগম হত্যার পরের দিন কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা প্রদান করেন। আদালত আজ রায় ঘোষণা করেন।

Exit mobile version