Site icon Jamuna Television

আরও ১৪ দিন বাড়ানো হলো রিয়ার জেলে থাকার মেয়াদ

রিয়া চক্রবর্তী, ছবি: ইন্টারনেট।

মাদক মামলায় গ্রেফতার বলিউডের নায়িকা রিয়া চক্রবর্তীর জেলে থাকার মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হলো। ৬ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হবে রিয়াকে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে রিয়াকে আটক করা হলেও পরে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বাইকুলা মহিলা সংশোধনাগারে রিয়ার শেষ দিন ছিল আজ মঙ্গলবার। কিন্তু দায়রা আদালতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আবেদনে তাকে হেফাজতে রাখার সময় বাড়ানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, এখনই রিয়া ও তার ভাই সৌভিককে নিজেদের হেফাজত থেকে ছাড়তে চাইছে না এনসিবি। তাই তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। উল্লেখ্য, রিয়ার সঙ্গে আরও গ্রেফতার করা হয় সৌভিক, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তসহ একাধিক ব্যক্তিকে।

গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি। সেবারও ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। আদালত এদিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করেছেন।

Exit mobile version