Site icon Jamuna Television

মঙ্গল গ্রহে এক একর জমির মালিক শৌনক

শৌনক দাস

পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহে এক একর জমি কিনেছেন ভারতের শৌনক দাস। ইন্টারনেট প্রযুক্তির নিত্যনতুন ব্যবহারে সদা-উৎসাহী শৌনক সম্প্রতি এ কান্ড ঘটিয়েছেন।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয, মঙ্গলে এখন এক একর জমির মালিক শৌনক। হুগলির একটি বিমা কোম্পানিতে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত শৌনক দাস থাকেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে।

এ বিষয়ে শৌনক জানান, কোনোদিন সেখানে যেতে পারবেন কিনা তা পুরোপুরি নিশ্চিত না হলেও নিজের ভাবনা-চিন্তার গন্ডিকে শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে আটকে রাখতে নারাজ তিনি। তাইতো মঙ্গলেই আবাস গড়ার প্রয়াসে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।

মঙ্গল গ্রহের ম্যাপ দেখিয়ে শৌনক বলেন, ওই যে কালো দাগ চিহ্নিত জায়গাটা দেখা যাচ্ছে ওখানে আমার এক একর জমি মালিকানা রয়েছে। আমি আমেরিকান একটা ওয়েব সাইট যেটার নাম বায়মার্স ডট কম সেখান থেকে এই জমি কিনেছি। ওরা মঙ্গলসহ পৃথিবীর বাইরে আরও অনেক জায়গায় জমি বিক্রি করে থাকে।

Exit mobile version