Site icon Jamuna Television

কলকাতার রাস্তায় হিজড়াকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশের অতিরিক্ত ওসি গ্রেফতার

কলকাতায় হিজড়াকে শারীরিক হেনস্থার অভিযোগে ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত ওসিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে সেন্ট্রাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস।

স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সোমবার রাত ৮টা দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এক হিজড়া নারীর গাড়ি। ভিতরে ছিলেন তার বান্ধবী ও আরও ২ নারী। তখন অতিরিক্ত ওসির অভিষেক ভট্টাচার্য মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করতে থাকে। জানালা দিয়ে হাত বাড়িয়ে মহিলাদের স্পর্শ করার চেষ্টা করেন। বাধা দিলে মারধর করে গাড়ি চালকের হাত ভেঙে দেয়। এমনকি ওই রূপান্তরকামী ও তার বন্ধুদের উদ্দেশে চুমু ছুঁড়তেও দেখা যায় ওই পুলিশ কর্মীকে।

পরে ভুক্তভোগীরা পুলিশকে খবর দিলে তারা এসে ওই নারীদের উদ্ধার করে। এবং রূপান্তরকামী নারীরা থানায় মামলা করে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত পুলিশকে গ্রেফতার করা হয়।

Exit mobile version