Site icon Jamuna Television

দেশে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ বা প্রশস্ত করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠক চলাকালীন সময় সড়ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদনের সময় অপ্রয়োজনীয় কোনও রাস্তা তৈরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) বলেছেন, নিজের বাড়ির সামনে অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে। কৃষিজমি রক্ষায় নতুন রাস্তা না করে বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল করার প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই ৪০টি উপজেলায় কারিগরী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে।

Exit mobile version