Site icon Jamuna Television

সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধে কানাডার সরকারকে খোলা চিঠি

সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধে কানাডার সরকারকে খোলা চিঠি

সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধে কানাডায় সরকারের কাছে আবেদন জানিয়েছে দেশটির বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। ইয়েমেনে সংঘাত বন্ধে খোলা চিঠিতে এ আহ্বান জানিয়েছে তারা।

সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কানাডিয়ান লেবার কংগ্রেসসহ দেশটির বেশ কিছু শীর্ষস্থানীয় সংগঠন স্বাক্ষর করে চিঠিতে। প্রধানমন্ত্রী বরাবর চিঠিতে বলা হয়, আইন, মূল্যবোধ ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে সৌদি আরবে অস্ত্র রফতানি বন্ধ হওয়া দরকার।

এরআগেও একই আবেদন জানিয়ে দু’দফায় সরকারকে চিঠি দিয়েছিল সংগঠনগুলো। তবে এখনও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Exit mobile version