Site icon Jamuna Television

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা! (ভিডিও)

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা!

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা! এরকম একটি ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর- আনন্দবাজার পত্রিকা।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার উটার পাওয়েল লেকে। বাচ্চাটির বয়স ছ’মাস পূর্ণ হওয়া উপলক্ষে তার বাবা-মা গিয়েছিলেন লেকে। সেখানেই স্কিই‌ং করেছে সে।

বাচ্চাটির বাবা-মা ক্যাসে ও মিন্ডি হামফ্রে নিজেদের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ছ’মাসের বাচ্চাটি একটি কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে। পাশে নৌকায় রয়েছেন তার বাবা। কাঠের পাটাতন ধরে থাকা বাচ্চাটি তীব্র গতিতে জল কেটে এগিয়ে যাচ্ছে। অবশ্য এই কাজে তার চোখে-মুখে তেমন উত্তেজনা ধরা পড়ছে না। সে ভাল করে বুঝতেই পারছে না, ব্যাপারটা কী হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বাচ্চাটির বাবা-মায়ের উদ্দেশ্যে তোপ দেগেছেন নেটদুনিয়া। পানিতে স্কিইং করতে গিয়ে শিশুটির বিপদ হতে পারত বলে মত তাদের। তার এখন স্কিইং করার মতো বয়স হয়নি বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে অনেকে আবার বলছেন নিরাপত্তার দিকটি বজায় রেখেই এই স্কিইং করা হয়েছিল।

Exit mobile version