Site icon Jamuna Television

তৃতীয় দিনের মতো রিমান্ডে আব্দুল মালেক

তৃতীয় দিনের মতো রিমান্ডে আব্দুল মালেক

কামারপাড়ার বাড়ি আর টঙ্গীতে গরুর দুটি খামার অবৈধভাবে দখল করে গড়ে তুলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক। ২৪টি ফ্ল্যাটের ১৫টি বিক্রি বাকীগুলো তৈরি করেছেন ভুয়া দলিলে। রিমান্ডে বেরিয়ে আসছে এধরনের চাঞ্চল্যকর নানা তথ্য।

সকালে তৃতীয় দিনের মতো আব্দুল মালেকের রিমান্ড শুরু হয় তুরাগ থানায়। পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, সবসময় এলাকায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় কর্তা হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ। এমনকি মহাপারিচালকের গাড়ি নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন খোদ আব্দুল মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের বহিস্কৃত গাড়ি চালক আব্দুল মালেকের কামারপাড়ার সেই বাড়ি ও টঙ্গীতে গরুর দুই খামার সবই অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে। ২৪টি ফ্ল্যাটের ১৫টি বিক্রি বাকী গুলোর তৈরী করেছেন ভুয়া দলিল। রিমান্ডে বেরিয়ে আসছে এসব তথ্য।

Exit mobile version