Site icon Jamuna Television

ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রীকে হত্যায় যুবক আটক

সাভারে স্কুলছাত্রী নিলা রায় হত্যার ঘটনায় মানিকগঞ্জের আরিচা থেকে হত্যাকারী মিজানুর রহমানের অন্যতম সহযোগী সেলিম পালোয়ানকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। তবে, এখনো গ্রেফতার হয়নি হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তার তার বাবা-মা।

মঙ্গলবার দিবাগত মধ্য রাতে মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ানকে আটক করা হয়। পরে তাকে নিহত শিক্ষার্থী নিলা রায়েরের বাবার দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থী নিলা রায় হত্যার পর থেকেই পুলিশ এই ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ও মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার চেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় গেল রাতে প্রযুক্তিগত সহায়তায় মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ানকে আটক করা হয়। সেলিম পালোয়ান প্রধান আসামি মিজানুরের অনত্যম সহযোগী হওয়ায় তাকে নিলা রায় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার সাভারের ব্যাংক কলোনী এলাকায় নিলা রায় নামে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠে মিজানুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি বখাটে মিজানুর রহমান দীর্ঘ দিন ধরে নিলাকে রাস্তাঘাটে বিরক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় গতকাল রাত ৯টার দিকে হাসপাতাল থেকে ভাইয়ের সঙ্গে রিকশায় করে যাওয়ার পথে ছিনিয়ে নিয়ে ওই যুবক নিলাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

Exit mobile version