Site icon Jamuna Television

আলোচনার মাধ্যমে কাশ্মির সংকট সমাধানের প্রস্তাব এরদোগানের

শান্তি আলোচনার মাধ্যমে কাশ্মির সংকট সমাধানের প্রস্তাব দিলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেন, এর ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তি। যদিও বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। স্বাগত জানিয়েছে পাকিস্তান।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা আর শান্তির চাবি কাশ্মিরে। তাই এ বিষয়ে কথা বলার প্রয়োজন আজও শেষ হয়নি। এটি চলমান ইস্যু। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল থেকে শুরু করে পরের সব পদক্ষেপই জটিলতা আরও বাড়িয়েছে। আমরা চাই, জাতিসংঘ নীতিমালার মধ্যে থেকে কাশ্মিরিদের প্রত্যাশা পূরণে সংকটের সমাধান হোক।

Exit mobile version