Site icon Jamuna Television

মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতি; অভিযোগ তদন্তে ছাত্র অধিকার পরিষদের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কর্তৃক ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সাথে ঘটনার সত্যতা নিরূপনে ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিকট প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্টি তদন্ত কমিটিতে রয়েছেন, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারেক রহমান এবং রাফিয়া সুলতানা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরদিন ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়।

Exit mobile version