Site icon Jamuna Television

আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি

প্যারিসের আইফেল টাওয়ার এলাকায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, ফোন কলের মাধ্যমে হামলার হুমকি দেয়া হয়। এর পরই নিরাপত্তার জন্য আশপাশের গোটা অঞ্চল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। তবে কে বা কারা ফোন করে এ হুমকি দিয়েছে তা জানাতে পারেনি ফরাসি প্রশাসন।

২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা চলানো হয়। ভয়াবহ সেই হামলায় প্রাণ যায় ৮৭ জনের। আহত হয় প্রায় পাঁচশ’ মানুষ।

আইফেল টাওয়ারে সাধারণ বছরগুলিতে প্রতিদিন প্রায় ২৫ হাজার পর্যটক আসে, তবে করোনাভাইরাসের কারণে ভ্রমণের বিধিনিষেধ থাকায় এই বছর পর্যটক হ্রাস পেয়েছে।

ইউএইচ/

Exit mobile version