Site icon Jamuna Television

সৌদি আরবে ফিরতে চাওয়া প্রবাসীদের টোকেনের ভিত্তিতে টিকিট দেয়া হবে

সৌদি আরবে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী বাংলাদেশিদের টোকেনের ভিত্তিতে টিকিট দেয়ার কার্যক্রম শুরু হবে আজ থেকে। বিশেষ ব্যবস্থায় শুক্র এবং শনিবারও দেয়া হবে টিকিট।

১ থেকে ৫০০ নম্বর পর্যন্ত টোকেনধারীদের টিকিট ইস্যু করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার ৫০১ থেকে ৮৫০ এবং শনিবার ৮৫১ থেকে ১২’শ পর্যন্ত টোকেনধারীদের দেয়া হবে টিকিট। রোববার দেয়া হবে ১২’শ ১ থেকে ১৫ শ নম্বরধারীদের। এখন পর্যন্ত ৬ হাজার টোকেন সরবরাহ করা হয়েছে। সকাল থেকে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে জড়ো হন প্রবাসীরা। টিকিট নিয়ে যেনো কোন কারসাজি না হয় তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণলায় সৌদি যেতে ইচ্ছুকদের কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছে।

Exit mobile version