Site icon Jamuna Television

আগামী ৪ অক্টোবর শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ফাইল ছবি।

আগামী চার থেকে ১৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

সকালে নগরভবনে এ বিষয়ে একটি অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটিমান ক্যাপসুল খাওয়ানো হবে।

সেখানে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, কোভিড আতঙ্ক নয়, সচেতনতাই এই মহামারি প্রতিরোধ করতে মুখ্য ভূমিকা রাখবে। এছাড়া নগরবাসীকে সুরক্ষা সামগ্রী সচেতন ভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি।

Exit mobile version