Site icon Jamuna Television

প্রীতিলতার ভূমিকায় আসছেন পরীমনি!

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ছবি। আর এতে নাম ভূমিকায় থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি!

ছবিটির নির্মাতা রাশিদ পলাশ। গত চার বছর আগেই এ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু নানা প্রতিকূলতায় তা আর হয়ে ওঠেনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজনে ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়।

সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্রের নির্মাণকাজের অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। কিন্তু প্রযোজক সংকটে সব কিছুই আটকে যায়। এবার সেই সংকট কাটিয়ে শিগগিরই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। পরীমনি ছাড়া ছবিটির অন্যান্য শিল্পী ও কলাকুশলী বাছাই হলেই শুটিং শুরুর তারিখ জানানো হবে।

ইউএইচ/

Exit mobile version