Site icon Jamuna Television

করোনাকে হার মানালেন বিশ্বের সাবেক স্থূলতম ব্যক্তি

২০৮ কেজি ওজন আর অনেক অসুখ নিয়েও করোনা জয়

বছর দুয়েক আগেও তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি। রেকর্ড সৃষ্টি করেছিলেন নিজের ওজন দিয়ে। এ বারও এক রকম রেকর্ড’ই গড়লেন বলা যায়। অতিরিক্ত ওজন এবং একাধিক অসুখ থাকা সত্বেও, করোনাকে জয় করলেন মেক্সিকোর হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো। এখন তার ওজন ২০৮ কেজি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে পাকস্থলীর সমস্যা নিয়েও হারালেন করোনাকে। যদিও, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হুয়ানের ৬৬ বছর বয়সী মা। কিন্তু তিনি অনেক ঝুঁকি থাকা সত্বেও চিকিৎসকদের অবাক করে জয় পেয়েছেন। খবর- আনন্দবাজার পত্রিকা।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি হিসেবে ২০১৬ সালে গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলেন উত্তর মেক্সিকোর বাসিন্দা হুয়ান। ২০১৭ সাল নাগাদ হুয়ানের ওজন ছিল ১,৩১০ পাউন্ড অর্থাৎ ৫৯৫ কেজি। সঙ্গে ছিল নানা শারীরিক সমস্যা। যদিও বিভিন্ন রকমের চিকিৎসা এবং অপারেশনের পরে তার ওজন কমে খানিকটা।

হুয়ান এক সাক্ষাৎকারে বলেন, এটা খুব কঠিন পরিস্থিতি ছিল, গা ব্যথা জ্বরের পাশাপাশি, শ্বাসকষ্ট ছিল। তিনি করোনা জয় করতে পারবেন কিনা তা নিয়েও নিজের মনে সংশয় ছিল।

Exit mobile version