Site icon Jamuna Television

উয়েফা সুপার কাপের ট্রফিও ঘরে তুললো বায়ার্ন মিউনিখ

উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপা লিগ জয়ী সেভিয়াকে ২-১ গোলে পরাজিত করে আরও একটি শিরোপা ঘরে তুললো জার্মান পাওয়ার হাউস বায়ার্ন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুস্কাস স্টেডিয়ামে ১৫ হাজার ১৮০ জন দর্শকের সামনে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগের ইউরোপা জয়ী বায়ার্ন মিউনিখ ও সেভিয়া। দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে বায়ার্ন ফেভারিট হলেও শুরুতেই লিড নেয় সেভিয়া। ১৩ মিনিটে পেনাল্টি থেকে স্প্যানিশ ক্লাবটিকে লিড এনে দেন লুকাস ওক্যাম্পোস।

পিছিয়ে পড়ে লিড নিতে মরিয়া বায়ার্ন সাফল্য পায় ৩৪ মিনিটে। মিডফিল্ডার লিওন গোরেজগা সমতায় ফেরান দলকে। ৫১ মিনিটে লেভানডোভস্কি স্কোর শিটে নাম তুললেও অফসাইডে কাটা পড়ে সেই গোল। নির্ধারিত সময়ে ফল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে বায়ার্নের জয় নিশ্চিত করেন বদলি মিডফিল্ডার হাভি মার্টিনেজ।

ইউএইচ/

Exit mobile version