Site icon Jamuna Television

সরকারের নেতৃত্বে দেশে সাড়ে ১২ বছর ধরে দুঃশাসন চলছে: রিজভী

সরকারের নেতৃত্বে দেশে সাড়ে ১২ বছর ধরে দুঃশাসন চলছে: রিজভী

আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশে সাড়ে ১২ বছর ধরে দুঃশাসন চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর দাবি, দেশে আইনের শাসন বিনষ্টকারী সরকার জনগনের টাকা লুট করছে।

সকালে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং-এ তিনি এসব অভিযোগ করেন। বলেন, ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় বসা সরকারের শক্তি আইনরক্ষাকারী বাহিনী তবে বিএনপির শক্তি জনগণ।

দলটির এই নেতার দাবি, আগামীর উপনির্বাচনগুলোতে বিএনপির প্রার্থীদের ঠেকাতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা প্রার্থী, কর্মী-সমর্থকদের হামলা মামলা দিয়ে হয়রানি করছে। তবে জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনে বাঁধাদানকারীদের প্রতিহত করবে বলেও জানান রুহুল কবির রিজভী।

Exit mobile version