Site icon Jamuna Television

জয় পেয়েছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি

ইংলিশ কারাবাও কাপ ফুটবলের তৃতীয় রাউন্ডের আলাদা ম্যাচে জয় পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।

লিংকন সিটির বিপক্ষে রিজার্ভ বেঞ্চের ফুটবলার দিয়ে একাদশ গড়ার পরও দাপুটে ছিলো লিভারপুল। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে চার গোল দেয় অলরেডরা। দুর্দান্ত ফ্রি কিকে জর্ডান শাকিরি, মিনামিনো, আর কার্টিস জোন্স দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দেয় লিভারপুল। মিনামিনো নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি স্কোর শিটে নাম তোলেন মার্কোস গুরজিস ও ডিভক অরিগি। মাঝে লিংকনের হয়ে দুটি গোল শোধ দেন এডু ও লুইস।

এদিকে, বোর্নমাউথের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে ম্যানচেস্টার সিটিও। কিন্তু তারপরও প্রথম লিড পায় সিটিজেনরা। একাডেমির স্ট্রাইকার লিয়াম ডেলেপ ১৮ মিনিটে এগিয়ে দেন সিটিকে। ২২ মিনিটে স্যাম সারিজ সমতায় ফেরায় বোর্নমাউথকে। গার্দিওলার দলের জয় নিশ্চিত হয় ৭৫ মিনিটে।

ইউএইচ/

Exit mobile version