Site icon Jamuna Television

মাদককাণ্ডে আজ জিজ্ঞাসাবাদ করা হবে দীপিকাকে

মাদক যোগের অভিযোগে আজ শুক্রবার দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তদন্তকারীরা। বলিউডের আর এক অভিনেত্রী রাকুল প্রীত সিংহকেও আজই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মাদক যোগের অভিযোগ এনে তাকে তলব করা নিয়ে এখনও মুখ খোলেননি দীপিকা। তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নাগরিক সমাজ ও সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, মোদি সরকারের কৃষি বিলের বিরুদ্ধে দেশ জুড়ে কৃষক বিক্ষোভের ঘোষিত কর্মসূচি থেকে নজর ঘোরাতেই কি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের ডাকা হয়েছে?

শুধু দীপিকাই নন, রাকুল প্রীত সিংহ, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের পরপর তলব করে গোটা বিষয়টিকে বড়সড় মাত্রা দেওয়ার পিছনে কোনও রাজনীতি কাজ করছে কি না, সে প্রশ্নও উঠেছে।

সুশান্তের পরিবারের তরফে ওঠা অভিযোগগুলি নিয়ে এই মুহূর্তে সিবিআই, ইডির তৎপরতা দেখা না গেলেও রোজই সংবাদ শিরোনামে এনসিবি। অভিনেতাকে ঘিরে মূল তদন্ত পথ হারাচ্ছে কিনা, তাও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইউএইচ/

Exit mobile version