Site icon Jamuna Television

ভারতকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে মোদি: পাকিস্তান হিন্দু কাউন্সিল সভাপতি

মোদি সরকার ভারতকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। যা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য হুমকি স্বরুপ।

শুক্রবার ভারতের যোধপুরে ১১ পাকিস্তানি হিন্দু শরণার্থীকে হত্যার প্রতিবাদে ভারতীয় হাই কমিশনের সামনে পাকিস্তান হিন্দু কাউন্সিল কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি রামেশ কুমার ভাঙ্কাওনি। খবর পাক গণমাধ্যম দুনিয়া নিউজ’র।

সমাবেশে রাকেশ কুমার জানান, ভারত পাকিস্তানি হিন্দুদের পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিতে চায় আর তাতে ব্যর্থ হলে তাদের খুন করে।

ভারতের প্রতি উদ্দেশ্য করে রাকেশ বলেন, আমরা পাকিস্তানিরা জানি কিভাবে আমাদের নাগরিক অধিকার আদায় করে নিতে হয়।

এসময় ভারতে যাওয়া পাকিস্তানি হিন্দু পরিবারগুলোকে পাকিস্তানে ফেরত আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসাইন। সেইসাথে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তও দাবি করেন তিনি।

Exit mobile version