Site icon Jamuna Television

ভারতীয় সেনাদের গুলিতে আজাদ কাশ্মিরে এক শিশু গুরুতর আহত

কাশ্মিরের বারোহ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে এক পাকিস্তানি শিশু আহত হয়েছে। খবর পাক গণমাধ্যম দুনিয়া নিউজ’র।

শুক্রবার এ ঘটনা ঘটে বলে পাকিস্তান সামরিক সূত্রে জানায় পাক গণমাধ্যম।

দেশটির আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের বার্তা অনুযায়ী, বারোহ সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের ক্রমাগত গুলি বর্ষণের ফলে ৮ বছরের এক পাকিস্তানি শিশু গুরুতর আহত হয়েছে।

আহত শিশুকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানায় সেনা সূত্র।

এসময়, চলতি বছরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী মোট ২,৩৪০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলেও জানায় পাকিস্তান আইএসপিআর।

Exit mobile version