Site icon Jamuna Television

সাভারে স্কুল ছাত্রী নীলার হত্যাকারী মিজানুর গ্রেফতার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্কুল ছাত্রী নীলা রায়ের হত্যাকারী মিজানুরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ফুলবাড়িয়া কর্নেল ব্রীক ফিল্ডের পাশে পারভেজ এর বাসা থেকে রাত ৯ টার দিকে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা ডিবি উত্তর তাকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ।

নীলার পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কাজিমুকমাপাড়ার পাশের এলাকার ব্যাংক কলোনির আবদুর রহমানের ছেলে মিজান।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নীলা অসুস্থ হয়ে পড়লে তার ভাই অলক রায় তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মিজানুর অস্ত্রের মুখে নীলাকে তার ভাইয়ের কাছ থেকে কেড়ে নেয়। এরপর নীলার গলায়, পেটে, মুখে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে নীলা মৃত্যুবরণ করে।

এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় সোমবার রাতে সাভার মডেল থানায় মিজানুর রহমান, তার বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন।

Exit mobile version